মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বইয়ের অন্যতম ২টি উপন্যাস যথাক্রমে  "হাজার বছর ধরে" ও "পদ্মা নদীর মাঝি"। এই ২টি উপন্যাসই এক কথায় অসাধারণ!জহির রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাসে গ্রাম-বাংলার প্রচলিত কুঃসংস্কার,আচার,রীতি-নীতি এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে পদ্মার পাড়ের মানুষের জীবন যাত্রার এক অপূর্ব চিত্র আমরা দেখতে পাই।এই দুই উপন্যাসের মূলশিক্ষা তো এটাই তাই না? নিঃসন্দেহে তাই। কিন্তু...।।
       কিন্তু কয়েকদিন আগের কথা।কলেজের মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি।আড্ডা টপিক হিসেবে কোনো এক প্রসঙ্গে  উঠে এল  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়া বাংলা সহপাঠ বইয়ের উপন্যাসের কথা।এই উপন্যাস দুইটির মাঝে বিষয়গত দিক দিয়ে কোনো সম্পর্ক না থাকলেও একটা অন্তর্নিহিতদিকে বেশ মিল লক্ষনীয়।বলতে সংকোচ নেই।বিষয়টি কে খাস বাংলায় যাকে বলে পরকীয়া! হায় হায়! কয় কি?এত্ত সুন্দর উপন্যাস দুইখানার উপর এত্ত বড় কলঙ্ক!!!
       হে হে,কষ্ট পাইলেন না চেতলেন জানি না।তার চেয়ে বরং আসেন যুক্তইখন্ডন পর্ব শুরু করি।
 ●▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬●
◍►প্রথমত কেন 'হাজার বছর ধরে' উপন্যাসকে পরকীয়ামূলক উপন্যাস বলা হল?
◍✔আপনি উপন্যাসটি পড়ে থাকলে নিশ্চয়ই জানেন উপন্যাসটির অন্যতম কেন্দ্রীয় চরিত্র মন্তু ও টুনি।এই মন্তুর কথা বাদই দিলাম।কারণ সে তুলসী পাতা।কিন্তু টুনি বিবি?সে বুড়ো মকবুলের ৩ নম্বর স্ত্রী।সে বুড়োরে ফাঁকি দিয়া মন্তুর লগে ইটুস-ফিটুস করে।এই ইটুস-ফিটুস তো ঐ পরকীয়ারই অন্তর্ভুক্ত।তা নয় কি? :P

◍►কিন্তু এই পরকীয়াই কি কেবল আলোচ্য বিষয় ছিল?এখানে তো গ্রাম বাংলার হাজারো বছরের ঐতিহ্যগত প্রথা,রীতি-নীতি ফুটে উঠেছে।পরকীয়ার যেই ব্যপারটি তা তো উপন্যাসে ভিন্ন মাত্রা যোগ করেছে।মূল বিষয় তো ঐ রীতি-নীতিই।
◍✔অবশ্যই।পরকীয়া তো মূলবিষয়বস্তু হতেই পারে না।কেবল গল্পের শুরুটাই হয়েছিল মন্তু ও টুনির রাতের বেলা শাপলা তোলার  মধ্য দিয়ে :P  এবং তা বুড়ো মকবুলের চোখ ফাঁকি দিয়ে।

◍►আচ্ছা,এবার বলেন 'পদ্মা নদীর মাঝি' কি দোষ করল?
◍✔ধূর মিয়া।আমারে জিজ্ঞাসা করার আগে উপন্যাসটা ঠিকভাবে একবার পড়েন।এইটার তো ১৫ আনাই পরকীয়া।কপিলারে না দেখলে কুবেরের মন-প্রাণ কেমন আনচান-আনচান করত দেখেন নাই?আর কপিলা সম্পর্কে কুবেরের কি হয়? শালী হয় রে ভাই। এইডাও কি আঙ্গুল দিয়া দেখায় দিতে হয়?
 ●▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬●

যাই হোক,যুক্তিখন্ডন আর বেশী বাড়ানো উচিত হবে না কারণ জাতির বক্তব্যে শালীনতা রক্ষা করা বড়ই দায়!এই আলোচনায় যা প্রতীয়মান তা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এই সহপাঠ উপন্যাস আমাদের কি শিক্ষা দিচ্ছে?ভবিষ্যতে কিভাবে বউ জামাইরে ফাঁকি দিয়া ইয়ে করবে আর জামাই কেমনে বউরে ফাঁকি দিয়ে ইয়ে করবে।
◄●►আপনার মানসিকতা খুবই নিচু।নাইলে এমন সুন্দর দুইখান উপন্যাস নিয়া এত টানাটানির কি আছে?
◄✔►হ ভাই,এক্কেবারে হাঁচা কইসেন।আজ্ঞে,মোর লাহান এত নিম্ন মানসিকতা আর কার আসে কন?তয় ভাই,পোলাপাইনের মাথায় তো পজিটিভের চেয়ে নেগেটিভ টাই বেশী খেলে! তাই না?


0 comments:

Post a Comment

 
Top