কম্পিউটার আমাদের বন্ধুর মতোই,যা করতে বলি তাই সে করে দেয়,এই উপকারী বন্ধুটির জন্মদিনে তা অবশ্যই wish করা উচিত।কি বলেন?কিন্তু এর জন্ম তারিখ কবে তা তো আগে জানতে হবে।তো চলুন জেনে নেওয়া যাক,খুবই সহজ।একবার দেখলেই বুঝবেন।


প্রথমে নিচের ছবির মতো :-
Start Menu ►►All Programs ►►Accessories►►System Tools►►System Information. সিলেক্ট করুন।

Windows XP
Windows  7 যারা ইউজ করেন তারাও একই কাজ করবেন।
Windows 07
এবার নিচের ছবির মতো একটি উইন্ডো বের।উইন্ডো থেকে Bios Version/Date সিলেক্ট করে লাইনটির শেষে দেখুন একটি তারিখ দেখা যাচ্ছে। এটাই আপনার পিসির জন্ম-তারিখ।
Windows Xp
Windows 07



এবার দেখে নিন আপনার পিসির জন্মতারিখ।নেক্সট জন্মদিনে দাওয়াত আবশ্যক।

0 comments:

Post a Comment

 
Top