অন্য আরেকটি পদ্ধতিতে এর স্বদ্যবহার করিয়া থাকি। :P মাঝে মাঝে ফ্রেন্ডের পিসি থেকে এসব আজাইরা সাইট ব্লক মাইরা দেই।বেচারা তো আর কাউরে কইতে পারে যে আমি সব সাইটেই ভিজিট করতে পারি কিন্তু শুধু এই এই সাইটে ভিজিট করতে পারি না।নেট আমার হাতের নাগালে থাকে বিধায় সাইবার ক্যাফেতে যাওয়া হয় না।বোধ করি সাইবার ক্যাফে বসা হইলে এই স্বদ্যবহার করিতাম।
- প্রথমে Start মেনু থেকে Run অপশন সিলেক্ট করে C://windows/system32/drivers/etc/hosts লিখে Enter চাপুন বা Ok বাটনে ক্লিক করুন।
- এবার নিচের ছবির মতোই একটি বক্স আসবে সেখান থেকে Notepad সিলেক্ট করুন।
- NotePad ওপেন হলে 127.0.0.1 পাশে Local Host লেখার জায়গায় যেই সাইটি ব্লক করতে চান সেটার Address লিখুন।
- আপনি যদি একাধিক সাইট ব্লক করতে চান তবে 127.0.0.1 এর নিচেই 127.0.0.2 লিখে নিচের ছবির মতই ২য় সাইটটির Address লিখে Ctrl+S চাপুন বা Save করুন। কাহিনী খতম! এবার ব্রাউজার ওপেন করে ব্লক করা সাইটে ভিজিট করতে গেলেই নিচের ছবির মত লেখা আসবে।
Google Chrome এ ব্লক রিমুভ করতে চাইলে আগের মতই Start >Run > C://windows/system32/drivers/etc/hosts > NotePad এ গিয়ে ব্লক করা সাইট গুলো রিমুভ করে Save করে দিন।ব্লক রিমুভ হয়ে যাবে। |
0 comments:
Post a Comment