ফেসবুকের মতই টুইটার খুব জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম  ফেসবুক তো অনেক ব্যবহার করলাম এবার টুইটারে একটা একাউন্ট খুলে ফেলি।যেই ভাবা সেই কাজ।খুলে ফেললাম।এরপর মাথায় আসল আচ্ছা,টুইটারের টুইটগুলো যদি আমার পার্সোনাল ব্লগ সাইটে একটা গ্যাজেট আকারে দেওয়া যায় তাহলে বেশ ভালো হয়।
খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম।কিভাবে আমার টুইটার টুইট ব্লগ সাইটে গ্যাজেট আকারে দিব।খুবই সহজ আপনার কিছুই করতে হবে না যা করার আপনার টুইটার একাউন্টই করে দিবে। :)

  • আপনি আপনার টুইটার একাউন্টে লগিন করুন।এখানেঃ  www.twitter.com

  • এবার এই লিঙ্কে যানঃ https://twitter.com/settings/widgets নিচের ছবির মত একটা পেজ আসবে।আপনার গ্যাজেটের Height সিলেক্ট করে Save as এ ক্লিক করুন।নিচের পিকচারের মার্ক করা স্থানে আপনি কোড পেয়ে যাবেন।এই কোডটুকু কপি করুন।


  • এখন আপনার ব্লগস্পট সাইটে প্রবেশ করুন।Layout অপশনে যান।'একটি গ্যাজেট যুক্ত করুন' অপশনে মাউস দিয়া গুতা মারেন।একটা পপ আপ ডায়লগ বক্স আসবে।সেখান থেকে 'HTML/Javascript'


  • এবার আরেকটা পপ-আপ আসবে।সেখানে কপি করা কোডটুকু লিখে সেভ করে দিন।

  • এবার "ব্যবস্থাগুলো সংরক্ষন করুন" অপশনে ক্লিক মারেন।
  • কাজ শেষ আপনার ব্লগ সাইটে যান।আর নিচের পিকচারের মত একটা টুইটার আপডেট বক্স দেখতে পারবেন। :)

0 comments:

Post a Comment

 
Top