ব্লগস্পট সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কম-বেশী ধারণা আছে।ফ্রী ওয়েবসাইটের তৈরীর ক্ষেত্রে ব্লগস্পট সবচেয়ে উপযোগী প্লাটফর্ম।আপনি ব্লগস্পটের সাথে অন্যান্য ফ্রী ব্লগসাইটগুলোর তুলনা করে দেখতে পারেন।গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও ব্লগস্পটকেই সেরা বলবেন।এবার মূল কথায় আসি।ব্লগস্পট সেরা হওয়ার অন্যতম কারণ আপনি ফ্রী ওয়েবসাইটগুলোতে সম্পূর্ণ সাইটের কন্ট্রোল প্যানেল পাবেন না।এডিটর অপশন দেওয়া হয় না।কিন্তু ব্লগস্পট আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়।ফলে ব্লগস্পট ফ্রী সাইটে আপনি ইচ্ছা করলে থার্ড পার্টি টেমপ্লেট/থিম আপলোড
করতে পারবেন।চলুন এবার দেখে নিই কীভাবে ব্লগস্পটের টেমপ্লেট পরিবর্তন করবেন। আপনি ব্লগস্পটের টেমপ্লেট বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারেন।নিচে ২টি জনপ্রিয় সাইটের লিঙ্ক দেওয়া হল।
  •  www.deluxetemplates.net
  • www.btemplates.com
আপনার পছন্দের টেমপ্লেটটি যে কোনো সাইট থেকে ডাউনলোড করে নিন।ডাউনলোড ফাইলটি .rar format এ থাকবে।আপনি extract করে নিন।সেখানে একটি .xml ফাইল পাবেন।এটিই মূলত আপনার কাঙ্ক্ষিত টেমপ্ললেট। :) এবার আপনার ব্লগস্পট সাইটে লগিন করুন।এখান থেকে : www.Blogger.com login করলে আপনার ড্যাশবোর্ড আসবে।সেখানে বাম সাইডবারের নিচে 'Template' অপশনে ক্লিক করুন।এবার নতুন একটি পেজ আসবে।নতুন পেজটির উপরে ডানদিকে Backup/Restore একটা বাটন আছে।সেখানে ক্লিক করুন। এবার একটা পপ-আপ ডায়লগ বক্স আসবে।এবার আপনি আপনার পছন্দের যেই টেমপ্লেটটি ডাউনলোড করেছেন তার .xml ফাইলটি আপলোড করে দিন।১ মিনিটেরও কম সময়ের মধ্যেই আপনার টেমপ্লেটটি আপলোড হয়ে যাবে।এবার আপনি আপনার সাইটে ভিজিট করে দেখবেন পরিবর্তন হয়ে গেছে।
উল্লেখ্য আপনার সাইটের টেমপ্লেট পরিবর্তনের পূর্বে সাইটের ব্যাকআপ নামিয়ে নিন।কেননা,কেননা অনেক সময় ফ্রী টেমপ্লেট ম্যালওয়্যার বা ভাইরাস এফেক্টেড থাকে।যা আপনার সাইটের সকল পোস্ট মুছে ফেলতে পারে। ধন্যবাদ। duronto towfiq

4 comments:

 
Top